এলোমোলো চিন্তা

আমি একটা কবিতার কথা ভাবছিলাম
আমি একটা গানের কলি ভাঁজছিলাম
আমি একটা শ্বেত কপোতি আঁকছিলাম
পুকুর পাড়ের শান্ত ঢেউ গুনছিলাম।।

তখন আমার কানে এলো সেই আওয়াজ
চারিদিকে হৈ হল্লা . পড়লো বাজ
কি হয়েছে ? গিয়েই শুনি সর্বনাশ
রাজাবাবু ট্রলি চাপায় হইছে লাশ।।

বাংলাদেশের জয়ে ভারি মজছিলাম
বলের লড়াই দেখেই সময় কাটছিলাম
অলস দুপুর তন্দ্রাজ্বরে ভুগছিলাম
ছোট ভাইটির দুষ্টু হাসি ভাবছিলাম ।

তখন হঠাৎ আসলো ভেসে, রাজীব নাই
কোন সে রাজীব? দুখীর ছেলে ? আমার ভাই
নরপিশাচ ! লাঠির ঘায়ে মারলি তোরা
এক ফোটা জল দিলি নাকো পাষানেরা।।

নিশীত রাতে চাদেঁর হাসি শুনছিলাম
তারার সাথে লুকোচুরি খেলছিলাম
জোনাই পোকার জ্বলা নেভা গুনছিলাম
মনে মনে রাতের নদী ভাবছিলাম।

তখন হঠাৎ পিছন থেকে ডাকলো কেউ
কল্পনায় তুমি আর গুনো না নদীর ঢেউ
কি হয়েছে ? তাকাও তুমি টিভির পানে
রক্ত নদী বইছে দেখ পাচঁটি প্রাণে ।।

যখন আমি ভাবতে বসি নিরিবিলি
যখন আমি আঁকতে চলি কথাকলি
যখন আমি ছুটতে থাকি মনের ডাকে
যখন আমি হারিয়ে যাই বনের ফাঁকে

তখন আমার ভাবনা গুলো ছেদ পড়ে
আমার ভাইয়ের রক্তমাখা লাশ পরে
বলবো কতো লাশের সাাড়ি নাও গুনে
দা”র কোপে খুন, কয়লা বা কেউ আগুনে ।

( রাজাবাবু – আমাদের এলাকার একটি ফুটফুটে শিশু , গত ২ দিন আগে ট্রলি চাপায় মারার গেছে সে । নারায়নগন্জে ডাকাতের হাতে মরেছে একই পরিবারের পাঁচজন, রাজীব নামের ভাইটির কথা কি আমরা ভুলতে বসেছি? খুলনায় পেটে গ্যাস ঢুকিয়ে হত্যা , ঝিনাইদহে তিন শিশুকে আগুনে হত্যা .. আরো ……… অনেক দীর্ঘ সাড়ি , এ সাড়িতে নিত্য যুক্ত হচ্ছে নতুন প্রান। আমাদের হৃদয় মরে গেছে অনেক আগেই , পচাঁ ঘ্রাণ চড়িয়ে আছে সবখানে ।)

১৭ জানুয়ারি ২০১৬